ভর্তি প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত তথ্য
প্রতি বছর জানুয়ারির ১ তারিখ থেকে আসন খালি থাকা সাপেক্ষে ১০ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলতে থাকে। ভর্তির সময় শিক্ষার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পূর্বে অধ্যয়নকৃত শ্রেণির নাম্বার পত্র জমা দিতে হয়।
পূর্বে অধ্যয়নকৃত শ্রেণির আরবি, কুরআন, বাংলা ও ইংরেজিবিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ভর্তি প্রক্রিয়া এই লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হয়।
আবাসিক শিক্ষার্থীদের বয়স কমপক্ষে নয় বছরহতে হবে; তবে অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তির বয়স কিছুটা শিথিলযোগ্য।
আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে গ্লাস, প্লেট, ফোল্ডিংবেড সহ প্রয়োজনীয় সামগ্রী আনতে হবে। ট্রাংকের পরিবর্তে প্রতিষ্ঠান এককালীন অফেরতযোগ্য ১০০০ টাকার বিনিময়ে লকার সরবরাহ করে থাকে।
শিক্ষার্থীরা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, যেমন—মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি, সঙ্গে আনতে পারবে না।
ভর্তি ফি ও মাসিক বেতন সংক্রান্ত তথ্য
নতুন শিক্ষার্থীদের ভর্তি ফি: ৪,৫০০ টাকা।
আবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লকার ফি: ১,০০০ টাকা (এককালীন)।
পুরাতন শিক্ষার্থীদের সেশন ফি: ২,৫০০ টাকা।
অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক বেতন:
প্রথম থেকে দ্বিতীয় শ্রেণি: ১,২০০ টাকা
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি: ১,৪০০ টাকা
ষষ্ঠ শ্রেণি থেকে কুল্লিয়া পর্যন্ত: ১,৬০০ টাকা
আবাসিক শিক্ষার্থীদের অতিরিক্ত ফি:
আবাসন ফি: ৮০০ টাকা
বোর্ডিং ফি: ২,৫০০ টাকা
ডে কেয়ার শিক্ষার্থীদের মাসিক ফি:১০০০ টাকা
প্রতি মাসের বেতন চলতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ভর্তির সময় এককালীন ভর্তি ফি ও প্রথম মাসের বেতন একসাথে জমা দিতে হবে।
👉 কোন অবস্থাতেই বেতনের বকেয়া রাখা যাবে না।
খাবারের তালিকা
বার | সকাল | দুপুর | রাত |
|
|
শনিবার | + ডাল | মাছ + ডাল | সবজি + ডাল | ||
রবিবার | চুনা ভুনা | ডিম + ডাল | আলু ভর্তা + ডাল | ||
সোমবার | শাক + ডাল | মাছ + ডাল | সবজি + ডাল | ||
মঙ্গলবার | আলু ভর্তা + ডাল | মুরগি + ডাল | ডিমের কিমা + ডাল | ||
বুধবার | শাক + ডাল | ডিম + ডাল | আলু ভর্তা + ডাল | ||
বৃহস্পতিবার | আলু ভর্তা + ডাল | মাছ + ডাল | সবজি + ডাল | ||
শুক্রবার | ডিম ভুনা | মুরগি + ডাল | ডিমের কিমা + ডাল |
প্রতি ১৫ দিন অন্তর গরুর গোশত পোলাও / বিরিয়ানির ব্যবস্থা থাকে।
মাঝে মাঝে মৌসুমি ফল ও দুধের ব্যবস্থাও রয়েছে।